– রিপোর্টিং ডেস্ক : ২১ জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় জামায়াত ডিএমপির কাছে আবেদন
স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে পতনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকেই রাজপথে একের পর এক জনসভা করছে বিভিন্ন বিরোধী দল। এবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আওয়ামী শাসনের দীর্ঘ সময়জুড়ে ব্যাপক দমন-পীড়নের শিকার হওয়া এই দলটি এবার ঘুরে দাঁড়াতে চায় বলেই জানাচ্ছেন নেতৃত্বে থাকা ব্যক্তিরা। এরই অংশ হিসেবে আগামী ২১ জুন বিকেল ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি।
শনিবার (৩১ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, “প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতির জন্য আমরা আবেদন করেছি। জনসভায় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং সমমনা দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।”
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর রাজধানীতে ধারাবাহিকভাবে সমাবেশ করছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল। তবে জামায়াত এখনো পর্যন্ত কোনো বড় ধরনের জনসমাবেশ করেনি।
সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস পেয়ে মুক্তি পান জামায়াতের সিনিয়র নেতা এ টি এম আজহারুল ইসলাম। তার মুক্তির পরপরই শাহবাগ মোড়ে তাৎক্ষণিকভাবে সংবর্ধনা অনুষ্ঠান করে দলটি, যা জনমনে ব্যাপক সাড়া ফেলে।
২১ জুনের জনসভাকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। এখন শুধু ডিএমপির অনুমতির অপেক্ষা।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত