📅 প্রকাশিত: ১ জুন ২০২৫, রোববার
✍️ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক আজ রোববার (১ জুন) থেকে বাজারে আনছে নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নোটগুলো প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও সরবরাহ করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি বর্তমানে চলমান সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।
এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের কথা বিবেচনা করে এই নোটগুলোর নমুনা সংস্করণ (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে। নমুনা নোটগুলো নির্ধারিত মূল্যে টাকা জাদুঘর, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।
আকার: ১৬০ মিমি × ৭০ মিমি
রঙ: বেগুনি আধিক্য
সামনে: জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় ফুল শাপলা
পেছনে: জাতীয় সংসদ ভবন
নিরাপত্তা: ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য, রঙ পরিবর্তনশীল কালি, নিরাপত্তা সুতা, জলছাপ
আকার: ১৩০ মিমি × ৬০ মিমি
রঙ: গাঢ় বাদামি
সামনে: আহসান মঞ্জিল
পেছনে: মাইক্রোপ্রিন্টে “50 TAKA” ও “BANGLADESH BANK”
আকার: ১২৭ মিমি × ৬০ মিমি
রঙ: সবুজ আধিক্য
সামনে: কান্তজিউ মন্দির ও শাপলা ফুল
নিরাপত্তা: জলছাপ, মূল্যমানের স্পষ্টতা, ব্যতিক্রমী ব্যাকগ্রাউন্ড
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই নোটগুলো দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটিয়েছে।
📌 সতর্কতা: নতুন নোটে প্রতারকদের ফাঁদে পড়া থেকে রক্ষার জন্য সাধারণ জনগণকে ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি ও নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন থাকতে আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত