নাচ দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেও অভিনয়ের মাধ্যমেই দর্শকমহলে পরিচিতি পান মুমতাহিনা চৌধুরী টয়া। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। অভিনয়ের বাইরে ভ্রমণেই তার সবচেয়ে বেশি আগ্রহ।
গতকাল ছিল এই গুণী অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি উদযাপন করেছেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও প্রিয়জনদের ভালোবাসায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন টয়া। নতুন বছরে আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত