ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। হাটে পশু আসছে, ক্রেতারা দরদাম করছেন। বেচাকেনা হচ্ছে না খুব একটা। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতারা দেখে দরদাম করছেন, ঈদের আগের দুই/তিনদিনই কোরবানি পশু বিক্রি হয়ে থাকে। এজন্য তারা ক্রেতার অপেক্ষা করছেন। হাটে আসা ক্রেতারা জানিয়েছেন, পশু দেখে দরদামের ধারণা নিচ্ছেন। ঢাকা শহরে পশু রাখার অনেকের জায়গা নেই। এ কারণে শেষ মুহূর্তে কোরবানির পশু কিনে থাকেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত