ঢাকা, ৩ জুন ২০২৫:
জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, “প্রতিটি বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও কিছু উপসংহারে আসতেই হবে—বিশেষ করে সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে। আমাদের লক্ষ্য হলো আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সনদটি চূড়ান্ত করা।”
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, “কিছু বিষয়ে একমত হওয়া যাবে না, এটা স্বাভাবিক। প্রত্যেক দল তাদের নিজ নিজ অবস্থান, ইশতেহার ও রাজনৈতিক অভিপ্রায় ধরে রাখবে। তবে কেউ যদি অতিরিক্ত কিছু যুক্ত করতে চায়, সেটিও গ্রহণযোগ্যতার ভিত্তিতে আলোচনায় আনা যাবে।”
সংলাপের উদ্দেশ্য তুলে ধরে অধ্যাপক আলী রীয়াজ বলেন,
“আমরা এমন কিছু ক্ষেত্র চিহ্নিত করতে চাই, যেখানে সব রাজনৈতিক দল অন্তত ন্যূনতম পর্যায়ে ঐকমত্যে পৌঁছাতে পারে এবং সেগুলো নিয়েই জুলাই মাসে একটি জাতীয় সনদ প্রণয়ন করা যায়।”
তিনি বলেন, “এই সনদে কেবল সেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে, যেগুলোর পক্ষে দলগুলোর সম্মতি থাকবে। যেসব বিষয়ে ঐকমত্য আসবে না, সেগুলোকেও আলাদাভাবে ‘আলোচিত হলেও ঐকমত্যে পৌঁছানো যায়নি’ হিসেবে উল্লেখ করা হবে।”
আলোচনার কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আলাদাভাবে নয়, বরং সম্মিলিত সংলাপের মাধ্যমে যৌক্তিক বিশ্লেষণে অবস্থান পরিবর্তনের সুযোগ তৈরি করতে চাই।”
আজকের সংলাপে আলোচ্য বিষয় হিসেবে ছিল—
সংবিধানের ৭০ অনুচ্ছেদ,
সংসদে নারীদের সংরক্ষিত আসন,
স্থায়ী সংসদীয় কমিটি,
সরকারের মেয়াদ
এবং এসব ব্যবস্থাকে কার্যকরভাবে প্রয়োগের উপায়।
বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল ও জোট অংশগ্রহণ করেছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত