স্টাফ রিপোর্টার। কুলাউড়ার দর্পণ:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে। এটিকে ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র স্বার্থক হবে না।
রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
(২৮ জুন) দুপুরে রাজনগর ডিগ্রি কলেজ মাঠে মৌলভীবাজার রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
রাজনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামি আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন, সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, বিএনপি নেতা আবুল মুকিত,বকশি মিছবাহু উর রহমান, মুজিবুর রহমান মজনু, মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে অন্যায় কারিদের বিচার করা,সংস্কার সাধন করা এবং জনগণের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফেরত দেয়া।’
তিনি ২৪ শের শহীদ স্মরণে বিএনপির ব্যাপক কর্মসূচি রয়েছে জানিয়ে বলেন, ‘কীভাবে আমরা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে ভুলে যাব। আমরা যেমন ভূলতে পারিনি আবু সাঈদ মুগ্ধ এমনকি নারায়ণগঞ্জের দশ বছরের সেই মেয়েটিকে। একইভাবে কোনো সৈনিকের অবমাননা হউক তাও আমরা সইতে পারবো না। তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই।’
তিনি আহতদের উদ্দেশ্য করে বলেন, ‘যারা আহত হয়েছেন তাদেরও আমরা সর্বোচ্চ ও সচেষ্টভাবে সহযোগিতা এবং পুনর্বাসন করতে চাই।’
তিনি বলেন, ‘যে অর্জন ও চাওয়ার সেই কষ্ট কীভাবে আমরা নিবারণ করব জানি না। তবে আমরা মনে করি জনগণকে তার দায়িত্ব ও অধিকারের সুযোগ দিন। তখন জনগণই সিদ্ধান্ত নেবে কারা আগামি দিনের বাংলাদেশ গড়বে।’
তিনি বলেন, ‘গণতন্ত্র ছাড়া কোনো রাস্তা নেই। কখনো ভাববেন না আমি আপনি জ্ঞানী লোক। জনগণের কাছে যান। জনগণই আপনাকে বুদ্ধি পরামর্শ ও আশ্রয় দিবে।’
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত