নিজস্ব প্রতিবেদক । কুলাউড়ার দর্পণ
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বিজিবি ক্যাম্পে এক সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন এবং ফুলতলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামসুল ইসলাম সাদী।
সভায় বক্তারা মাদকদ্রব্যের কুফল, তরুণ সমাজের উপর এর প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "সীমান্তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে। তবে এই ভয়াবহ সমস্যা রুখতে স্থানীয় জনগণ, গণমাধ্যম এবং সকল মহলের সহযোগিতা একান্ত প্রয়োজন।"
এ সময় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত