বিশেষ প্রতিবেদন। কুলাউড়ার দর্পণ।
দেশের গন্ডি পেরিয়ে আমেরাকায়ও সাফল্যের সাক্ষর রাখছেন বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার এলাকার আবু সাইদ আহমদ। একজন দক্ষ সংগঠক, সাহসের সঙ্গে নেতৃত্ব দেয়া আবু সাইদ আহমদ দেশে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন আমেরিকার মাটিতেও রাজনীতিতে বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। রাজপথ থেকে গড়ে ওঠা এ রাজনীতিবিদের নীতি-নৈতিকতা ও সততার প্রতিচ্ছবি ঈর্ষান্বিত করে অনেককেই। জাতীয়তাবাদী আদর্শের ও জিয়া পরিবারের বিশ্বস্ত এ সৈনিক বাংলাদেশের যুবসমাজের স্পন্দন।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ছকাপনস্থ ভূকশীমইল ইউনিয়নের বড়দল গ্রামের মরহুম মোঃ আব্দুল মতিন বড় ছেলে আবু সাইদ আহমদ আমেরিকায় পাড়ি জমান বহু বছর আগে। এর আগে তিনি বাংলাদেশে থাকাকালীন ও ঢাকা কলেজে অধ্যায়নকালীন ছাত্র দলে যোগদানের মাধ্যদিয়ে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকার মতিঝিল থানাধীন ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নির্বচিত হয়ে ৯০ এর দশকে গণআন্দোলনে রাজপথে সক্রীয় ভূমিকা পালন করেন।
গত ১৭ বছর যাবত তিনি যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। বিগত বছরগুলোতে দলে সক্রীয় ও গঠনমূলক ভূমিকা পালন করায় সম্প্রতি তাকে ও ইলিয়াস খানকে যুক্তরাষ্ট্র যুবদল শাখার স্টেট কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সভায় যুগ্ম সম্পাদক মর্যাদার কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদকে যুক্তরাষ্ট্র যুবদল শাখার স্টেট কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।
মেধা, পরিশ্রম এবং যোগ্যতার কারণে নিউইয়র্কে অন্যতম সফ বাংলাদেশী রাজনীতিবিদদের আসন অলঙ্কৃত করেছেন আবু সাঈদ আহমেদ। তিনি একজন দায়িত্বশীল যুব নেতা। ঢাকার মতিঝিল সফল রাজনীতি করার পর বিগত দিনগুলোতে যুক্তরাষ্ট্রে সফলভাবে রাজনীতি করছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে সম্প্রতি যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মো মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল কমিটি গঠন করা হয়। ঐ কমিটিতে আবু সাইদ আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
একজন স্বচ্ছ, সুন্দর, মনের মানুষ আবু সাঈদ আহমেদ ঢাকা কলেজে পড়ার সময় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) প্রতি ভালোবাসা নিয়ে। প্রবাসে জীবনের কঠিন সংগ্রামের পাশাপাশি তিনি সমাজ ও মানব সেবায় সেবায়ও অগ্রণী ভূমিকা পালন করেন।
একজন দক্ষ সংগঠক ও কমিউনিটি এক্টিভিষ্ট আবু সাইদ আহমদ বলেন, ভালো কমিউনিটি ওয়ার্ক বা ভালো মানের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া ভালো। তাই যতটা সম্ভব ভালকাজগুলোর সাথে থাকার চেষ্টা করি আমি। একজন সাহসী নেতৃত্বদানকারী এবং নীতি-নৈতিকতা ও সততার প্রতিচ্ছবির এ ব্যক্তিত্ব বলেন, মানুষের জন্য কিছু করতে পারাতেই রয়েছে মানসিক প্রশান্তি।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত