কুলাউড়ার দর্পন ডেস্ক।
চা-বাগানের আলোকিত সন্তান ইতি গৌড়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার প্রদান।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রী ইতি গৌড় এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। চা-বাগান এলাকার প্রথম শিক্ষার্থী হিসেবে দেশের শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই ঐতিহাসিক অর্জন এনে দিয়েছেন তিনি।
ইতির এই সাফল্যের খবর জেলা প্রশাসনের নজরে আসার পর, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ ২৯ জুন ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে ইতি গৌড়ের হাতে এই চেক তুলে দেন। একই সঙ্গে মৌলভীবাজারের পুলিশ সুপার-এর পক্ষ থেকেও তাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট. মোঃ ইসরাইল হোসেন বলেন
"ইতি শুধু বরমচাল নয়, বরং পুরো মৌলভীবাজার জেলার গর্ব। চা-বাগান এলাকা থেকে উঠে এসে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই অনন্য একটি অর্জন। তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের পথ দেখাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।"
জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম ইতির সাফল্যের ভূয়সী প্রশংসা করে জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে এমন সাফল্য আমাদের আশাবাদী করে তোলে। এর মাধ্যমে প্রমাণ হয়, সুযোগ পেলে সবখান থেকেই মেধা উঠে আসে।
প্রতিবেদন: কুলাউড়ার দর্পণ ডেস্ক
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত