বড়লেখা প্রতিনিধি।। কুলাউড়ার দর্পণ।
বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে পচে যাওয়া বিতরণ অনুপযোগি ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটি চাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে এসব চাল গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।
পৌরসভা কার্যালয়ের হলরুমে রাখা পচা চালের দুর্গন্ধে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতারা। এর আগে ৭ জুন ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকূলে জেলা প্রশাসন থেকে প্রায় ৩১ মেট্রিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। পৌরসভা ২৯ মে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে হলে সংরক্ষণ করলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে পৌর কার্যালয় ৩-৪ ফুট পানিতে ডুবে যায়। এতে ২৩৪ বস্তা চাল ভিজে পচে যায় এবং বিতরণ অনুপযোগি হয়ে ওঠে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, পচা চালের দুর্গন্ধে পৌরসভার পরিবেশে সমস্যা সৃষ্টি হচ্ছিল। এজন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের সুপারিশ অনুযায়ী পরিবেশবান্ধব উপায়ে চালগুলো মাটি চাপা দেওয়া হয়।
চাল মাটি চাপা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ এবং বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত