কমলগঞ্জ ।। কুলাউড়ার দর্পণ।
মহিলার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হবে। চেহারা ও পরনের কাপড় দেখে মনে হচ্ছে অসচ্ছল পরিবারের। গত ১৫-১৬ দিন ধরে এই মহিলা টি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আউটডোর এ মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে আছে।
স্থানীয় গোপাল নগর জামে মসজিদের ছানী ইমাম শিপন আহমেদ গত দু দিন আগে এলাকার কয়েকজন কিশোরকে নিয়ে তাকে গোসল করিয়ে হাসপাতালের আউটডোরই বিছানার ব্যবস্থা করে দিয়েছেন। ইতিমধ্যে মহিলাটিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন কয়েকজন পথচারী ও হাসপাতালে আসা লোকজন। যাতে মহিলাটির পরিবার তার সন্ধান পায়।
রবিবার ২৯ জুন) রাতে তার সাথে কথা বললে সে জানিয়েছে তার নাম: লিলা বাউরী পিতার নাম: মৃত মালু সিং বাউরী মাতার নাম: মৃত রাসমণি স্থায়ী ঠিকানা (বাবার বাড়ি): কেরামতনগর চা-বাগান,বড়লেখা, বাগানের সর্দারের নাম: গণধর ভাইয়ের নাম: মণিলাল বাউরী ছেলের নাম: রঞ্জিত বাউরী স্বামীর গ্রামের নাম: লক্ষিছড়া চা-বাগান বড়লেখা মৌলভীবাজার জেলা। সে বলতেছে বড়লেখা কেরামত নগর চা বাগানের আট নম্বর এলাকার বাসিন্দা।
কিভাবে সে এখানে এসেছে এটা স্পষ্ট বলতে পারতেছে না। তার সাথে কেউ না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিচ্ছে না। ফলে হাসপাতালের প্রধান ফটকের বাহিরে হাসপাতাল বিল্ডিং এর কার্নিশের নিচে রয়েছে। তার পায়ের হাঁটুতে সাদা দাগ রয়েছে। এবং হাতেও আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে।
কারো সাহায্য ছাড়া সে বসতে পারে না প্রস্রাব পায়খানা বিছনাতেই করছে ফলে তার আশপাশ ঘিরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
তার কথা বলার ভঙ্গি ও মুখের ভাষায় বুঝা যাচ্ছে সে মৌলভীবাজার জেলার কোন চা বাগানের বাসিন্দা হতে পারে। তবে স্থির ভাবে কোন কথা বলতে পারছে না। কোন সহৃদয়বান ব্যক্তি তার পরিচয় জেনে থাকলে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা সমাজসেবা অফিসার সেলিম উদ্দিন এর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ০১৭১২২৭৮৮৯৭
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত