মৌলভীবাজার ।। কুলাউড়ার দর্পণ।
জুলাই বিল্পবের আহত ও নিহতদের স্মরণে ৩৬ দিন ব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার প্রেস ক্লাব। এই উপলক্ষে ১লা জুলাই (মঙ্গলবার) সকালে আহত ও নিহতদের স্মরণে প্রেস ক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরই সঙ্গে ৩৬ দিনব্যাপী স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও এই কর্মসূচির প্রধান সমন্বয়ক এসএম উমেদ আলী ও মু. ইমাদ উদ দীন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্থির চিত্র প্রদর্শনসহ ৩৬ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন- মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। সাংবাদিক মুক্তাদির আহমদের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মৌলভীবাজার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান কাসেমী, আইনজীবী ও সাংবাদিক নিয়ামুল হক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মো. আব্দাল হোসাইন, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি (যুব উইং এনসিপি) জাকারিয়া ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক ও মাঠে নির্যাতিত (গুরুতর আহত) সক্রিয় কর্মী আরিফ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই বিল্পবে আহত ও নিহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী।
প্রেস ক্লাবের ৩৬ দিনের কর্মসূচিগুলো হলো- আন্দোলনের সময়ে ঘটনা প্রবাহের নানা বেদনাময়ী ও নির্মম দৃশ্যের ছবি নিয়ে ৩৬ দিনব্যাপী স্থির চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল, আন্দোলনকারী ছাত্র-জনতার বিভীষিকাময় ওই দিনগুলোর স্মৃতিচারণ, ভিডিও চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, ছড়া ও কবিতা গ্রন্থের প্রকাশনা। শেষদিন ৫ই আগস্ট দেশাত্মবোধক ও জাগরণী সংগীত নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত