নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর টিলাগড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত দুজন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনীর টহল সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটকরা হলেন গ্রিনহিল স্টেট কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন (২৭) ও শাহজালাল সিটি কলেজ ছাত্রদল সভাপতি মুরছালিন আহমেদ আসফিয়া (১৯)।
জানা যায়, মুরছালিন আহমেদ আসফিয়ার বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের দক্ষিণ বড় ধামাই গ্রামে। আসফিয়ার বাবা সহিবুর রহমান তোয়েল। তিনি পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব ও পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক।
সিলেটের স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুসারী আব্দুস সামাদ লস্কর মুনিম গ্রুপ এবং আব্দুস সালাম টিপু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে টিলাগড় এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল।
সংঘর্ষের সূত্রপাত হয় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মিনহাজ উদ্দীনকে মারধরের মধ্য দিয়ে। অভিযোগ রয়েছে, মুনিম লস্কর গ্রুপের কর্মীরা প্রথমে মিনহাজের ওপর হামলা চালায়। এরপর টিপু গ্রুপের নেতাকর্মীরা পাল্টা প্রতিক্রিয়া দেখালে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় টিলাগড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরাণ (রহ.) থানার পরিদর্শক মুজিবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা নিরসনে স্থানীয় পর্যায়ে একটি বৈঠকের উদ্যোগ চলছিল। এর মধ্যে একপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিলে সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করে দুজনকে আটক করে থানায় নিয়ে যান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত