বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলেন কুলাউড়া'র দিলীপ কুমার ঘোষ।
দিলীপ কুমার ঘোষ বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে নিয়মিত কন্ঠশিল্পী, এছাড়া তিনি মিউজিক টিচার,বাংলাদেশ কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প,কুলাউড়া সদর ক্লাব।
গত ২৯ জুন ২০২৫ইং রবিবার এই খবর নিশ্চিত হলে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে অনুভূতি প্রকাশ করেন দিলীপ কুমার।
দিলীপের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে।
দিলীপ কুমার নীরব মনের একজন শিল্পী অনেক দিন ধরে গান, কবিতা বিভিন্ন ছন্দে লিখতে চেষ্টা করেন। তাঁর লেখা গানের মধ্যে রয়েছে দেশাত্মবোধক,জাগরনী,ভক্তিমুলক,শ্যামা সংগীত,আধুনিক,মাতৃ সংগীত, ফোক,আঞ্চলিক,ঈদ ও পুজার গান সহ সময়োপযোগী গান। তিনি দুটি স্কুলের থিম সং লিখেছেন যার একটি সী-বার্ড কিন্ডারগার্টেন স্কুলের ২৫'তম বর্ষপুর্তি অনুষ্ঠানে গাওয়া হয়েছে। আরও বলেন তিনি গান গাওয়া ও লেখার পাশাপাশি সুর করতে ভালবাসেন। তাঁর কথা, সুর ও কন্ঠে ৪টি ধর্মীয় গান, কথা ও সুরে কন্ঠশিল্পী আলো দেবীর কন্ঠে ২ টি গান ইউটিউব ও ফেইসবুক মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং দর্শক প্রিয় হয়েছে। এছাড়া জাগো সিলেটবাসী শিরোনামে একটি বন্যার গান খুব সাড়া পায় বানবাসীর মাঝে। তাঁর লেখা কবিতার মধ্যে - সজাগ হও নারী, পৃথিবী, জৌসী সোনা,তিথি,মানসী সহ আরও কবিতা।
দিলীপ কুমার ঘোষ
গান করেন দেশাত্মবোধক,আধুনিক, লালন,ফোক,ভক্তিমুলক, আধ্যাত্মিক, লোকগীতি, গণসংগীত, হিন্দি মাঝে মাঝে ব্যান্ড গানও করেন।
জীবনে গান নিয়ে তাঁর অনেক স্বপ্ন। বাংলাদেশ ও মানুষের জন্য কাজ করতে ইচ্ছুক। সবশেষে তিনি সবার ভালবাসা কামনা করেছেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত