✍️ নিজস্ব প্রতিবেদক | কুলাউড়ার দর্পণ
কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কাবিটা ৩য় পর্যায় (২০২৪-২৫ অর্থবছর)-এর আওতায় গাজীপুর চা বাগানের আম্বিয়া বেগমের বাড়ির সামনে হতে মোস্তফা মিয়ার বাড়ির সামনে পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও ইটসলিংকরণ উন্নয়ন কাজ ০৩ জুলাই পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রকল্পের অগ্রগতি ও মান যাচাই করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, "সরকারের উন্নয়ন প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়নের হাতিয়ার। তাই কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"
স্থানীয়রা এই উন্নয়ন প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা চলাচলের অনুপযোগী ছিল। মাটি ভরাট ও ইটসলিংকরণ কাজ শেষ হলে এলাকার মানুষ সহজে যাতায়াত করতে পারবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত