বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ডক্তর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মৌলভীবাজার উদ্যোগে জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ও নিহত শহীদদের স্মরণে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার ৮ জুলাই দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর জেনারেল হাসপাতালে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো আহত ও নিহত শহীদদের স্মরণে আলোচনা, স্বেচ্ছায় রক্তাদান ও ব্লাড গ্রুপিংসহ নানা কর্মসূচি।
ড্যাব মৌলভীবাজার জেলা শাখার এর সদস্য সচিব ডাঃ মো আব্দুল হাদি শাহিনের সভাপতিত্বে ও ড্যাব মৌলভীবাজার শাখার কোষাধ্যক্ষ ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতাল মৌলভীবাজার এর আর এম ও ডাঃ আহমেদ ফয়ছল জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রনয় কান্তি দাস, সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম, ডাঃ মোঃ সোহেল রানা, ডাঃ নাজিম হোসেন চৌধুরী, ডাঃ সাদেকুল আল পিয়াস, ডাঃ মৌমিতা জামান খান, ডা, মোকাম্মেল হক, ডাঃ শাহরিয়ার, ডাঃ সাব্যসাচি, ডাঃ রাজিব দত্ত প্রমুখ।
।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত