স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ ।
কুলাউড়ার হাকালুকি হাওরের ভূকশিমইল ও ভাটেরা অংশে নিষিদ্ধ জাল ও ফাঁদ ব্যবহার করে পোনা মাছ ধরার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০৮ জুলাই) দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে হাওরের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পোনা মাছ আহরণের দায়ে একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ৫টি অবৈধ জাল ও পোনা মাছ ধরার ফাঁদ জব্দ করে তা পরবর্তীতে ধ্বংস করা হয়।
এ সময় কুলাউড়া সিনিয়র ফিশারিজ অফিসার মো. আব্দুল মাসুদ, উপজেলা সমবায় অফিসার সোনা মোহনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, “হাওড়ের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ আহরণকারী কাউকে ছাড় দেওয়া হবে না।”
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত