কুলাউড়ার দর্পণ রির্পোট।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী সব ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এ ঘোষণার আগে থেকেই সিলেটসহ সারা দেশে শুরু হয়েছে নির্বাচনি প্রচারণা।
এরই অংশ হিসেবে ইসলামি রাজনৈতিক দল খেলাফত মজলিস সিলেট বিভাগের ১৯টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে।
শুক্রবার (১১ জুলাই) বিকালে সিলেট মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে প্রেস ব্রিফিং করে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ।
প্রার্থীরা হলেন-
সিলেট-১ : সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ : কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।
সিলেট-৩ : সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।
সিলেট-৪ : কেন্দ্রীয় উলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।
সিলেট-৫ : সিলেট শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান।
সিলেট-৬ : যুক্তরাজ্য দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
সুনামগঞ্জ-১ : সিলেট জেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী।
সুনামগঞ্জ-২ : সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি সাখাওত হোসেন মোহন।
সুনামগঞ্জ-৩ : লন্ডন শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক শেখ মুশতাক আহমদ।
সুনামগঞ্জ-৪ : যুক্তরাজ্য লুটন শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ : লন্ডন শাখার সহসভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।
মৌলভীবাজার-১ : কাতার শাখার সহসভাপতি মাওলানা লুকমান আহমদ।
মৌলভীবাজার-২ : অধ্যক্ষ সাইফুর রহমান খোকন।
মৌলভীবাজার-৩ : মাওলানা আহমদ বিলাল।
মৌলভীবাজার-৪ : মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।
হবিগঞ্জ-১ : হবিগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি।
হবিগঞ্জ-২ : দলের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ।
হবিগঞ্জ-৩ : হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী।
হবিগঞ্জ-৪ : দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত