স্টাফ রিপোর্টার।।
কুলাউড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দু'টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
রোববার (১৩ জুলাই) দুপুরে কুলাউড়া জালালিয়া মাদরাসা ও কুলাউড়া মডেল হাইস্কুলের জায়গায় বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা'র সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও কুলাউড়া উপজেলা কৃষকদলের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাতির বকস, জয়চন্ডী ইউনিয়নের সাবেক প্যালেন চেয়ারম্যান মো: আব্দুল খালিক,
উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সালামত খান, প্রচার সম্পাদক আব্দুস সালাম,
জয়চন্ডী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মালিক, সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইসমাইল আলী, জয়চন্ডী ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সজিব প্রমুখ।
উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল করিম কালা জানান, রোববার কুলাউড়া জালালিয়া মাদরাসা ও কুলাউড়া মডেল হাইস্কুলের জায়গায় ১০০টি ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার দুপুরে কুলাউড়া গ্রাম জামে মসজিদের জায়গায় প্রায় ৫০ টি ফলজ ও বনজ বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন হয়েছে। জুলাই মাসের মধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে কেন্দ্রীয় এই কর্মসূচিকে বাস্তবায়ন করা হবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত