এম, আতিকুর রহমান আখই
আমাদের সমাজ ব্যবস্থা ক্রমেই বিষাক্ত হয়ে উটছে।মানবিকতার পরিবর্তে বিরাজ করছে চরম পাষবিকতা।তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লা/শ ঝরছে রাজপথে। একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে সম্পুর্ন অন্যায় ভাবে পাষবিক কায়দায় হত্যা করলেও আশপাশের মানুষগোলা এগিয়ে আসছেনা।দু চারজন এগিয়ে আসলেও ছবি তুলা আর ভিডিও করা নিয়ে ব্যস্থ্য সময় পার করছে। সন্তানের হাতে পিতা মাতা খু/ন,পিতা কর্তৃক মেয়ে ধর্ষণ, পরকীয়ার জেরে স্বামীকে হত্যা,মায়ের কুকর্ম দেখে ফেলায় সন্তানকে গলাটিপে হত্যা,জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে লা/শের পর লা/শ ফেলে দেয়া, মতের অমিল ও মনের অমিলের কারণে চু*রিকাঘাত সহ কারণে অকারণে দিব্যি মানুষ মারা যেনো এখন দৈনন্দিন রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়িয়েছে।
নীতি নৈতিকতা, মানবতাবোধ,আন্তরিকতা ও ভালোবাসা দিন দিন হারিয়ে যাচ্ছে। মানুষ তার মনুষ্যত্ববোধ ভুলে পশুত্বের দিকে ধাবিত হচ্ছে। কিছু কিছু ঘটনা আইয়ামে জাহেলিয়াতের সময়কেও হার মানাচ্ছে। দুঃখ জনক হলেও সত্য যে,অমানবিক ও পাষবিক ঘটনাসমূহ সংগঠিত হওয়ার পর সামাজিক প্রতিরোধ ও প্রতিবাদ গড়েতুলার পরিবর্তে শুরু হয় রাজনৈতিক ফায়দা লুটার প্রতিযোগিতা। তিলকে তাল বানিয়ে দোষারোপ, দায় চাপানো আর দায় এড়ানোর বেড়াজালে মুল ঘটনা আড়াল হয়ে ভিন্ন খাতে প্রবাহিত হয়।অপরাধীরা পার পেয়ে যায় সহজে। ন্যায় বিচার বিঘ্নিত হয়।আর এভাবে একের পর এক বেড়ে যাচ্ছে খুন,হত্যা ছিনতাই রাহাজানি চাঁদাবাজী সহ নানাবিধ অপরাধ প্রবণতা।
কে কার চে কতটা নিকৃষ্ট তা বলা সত্যিই কঠিন। মানবতা হারিয়ে যাচ্ছে মানুষের থেকে। আজকাল পাশের বাসার প্রতিবেশীর খোঁজ খবর কেউ রাখে না। রাস্তায় বন্ধুর সাথে দেখা হলে এরিয়ে চলে যাওয়া উওম বলে মনে হয়। আর চোখের সামনে কাউকে লাঞ্ছনা করলে তো কথায় নেই, মুখ বুজে নীরবে চলে আসা আরও বেশী উত্তম বলে মনে হয়। এই ভাবে আমরা আস্তে আস্তে আমাদের মাঝে জন্ম নেওয়া ভাল সত্তাকে হত্যা করে এমন এক বিষ বৃক্ষ নিজের
মাঝে বিস্তার করে যাচ্ছি যা একদিন আমাদের কাছ থেকে আমাদের প্রাপ্ত সম্মান কেড়ে নেবে। চারিপাশের মানুষের মাঝে আজকাল পরনিন্দা, পরচর্চা আর হিংসার জয় জয়াকার। তাই আমরা পরশ্রীকাতর হয়ে পড়ছি। মানুষের মাঝে ভাল গুন দেখলে হিংসা করতে করতে আমরা ধংস করতে কোন কিছুই চিন্তাই করি না তাই খারাপ আলোয় আমাদের অন্ধকার জগতকে আরও অন্ধকারের নিশীথে নিয়ে যায়। আর আমাদের অন্তরের মাঝে লেগে থাকে শুধু কালো ধোয়ার লেলি শিখা।
শান্তি সম্প্রীতির আবাসভূমি প্রিয় বাংলাদেশে এই নৈরাজ্যকর পরিস্থিতিতে প্রয়োজন পরস্পরের প্রতি পরস্পরের আন্তরিকতা ও ভালোবাসা সৃষ্টি, রাজনৈতিক ও সামাজিক ঐক্য এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা।
👉লেখক পরিচিতি
এম, আতিকুর রহমান আখই
সিনিয়র সাংবাদিক।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত