জামায়াতের রাজনীতিতে দুই আরোগ্যশিল্পী অনিবার্য হয়ে উঠেছেন; দলটির আমীর ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুজনই ঝানু রাজনীতিবিদ। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম– দুজনের জীবনের স্ক্রিপ্টে বিস্ময়কর কিছু মিল আছে। দুজনের জন্ম একই বছরে; ১৯৫৮ সাল। একজন এসেছেন মৌলভীবাজারের কুলাউড়া থেকে, অপরজন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে।
দুজনের জন্ম একই বছরে হলেও একাডেমিক ইয়ারে ডা. শফিকুর রহমান ডা. তাহেরের এক বছরের জুনিয়র। ডা. শফিকের এসএসসি ব্যাচ ১৯৭৪, অন্যদিকে ডা. তাহেরের এসএসসি ব্যাচ ১৯৭৩। জামায়াত আমীর এমবিবিএস পড়েছেন সিলেট মেডিকেল কলেজে, একই সময়ে ডা. তাহের এমবিবিএস সম্পন্ন করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। ডা. তাহের এইচএসসি কমপ্লিট করে ঢাকায় এলেও জামায়াত আমীর জীবনের ৫২ বছর কাটিয়ে দেন সিলেটে।
দুজন একই সময়ে ছাত্ররাজনীতি করলেও এক্ষেত্রে ডা. তাহের বেশ এগিয়েই ছিলেন ডা. শফিকুর রহমানের চাইতে। যে বছর সিলেট শহর শিবিরের সভাপতির দায়িত্ব শেষ করে বৃহত্তর রাজনীতিতে যোগদান করেন জামায়াত আমীর, সে বছরই ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব লাভ করেন ডা. তাহের। ইতোপূর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন। পরবর্তীতে শিবিরের তুখোড় কেন্দ্রীয় সভাপতিদের একজন হয়ে ওঠেন ডা. তাহের।
ইসলামী ছাত্রশিবিরে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সিনিয়র কয়েকজন জীবিত কেন্দ্রীয় সভাপতি হলেন এনামুল হক মন্জু, ড. আহমদ আবদুল কাদের, সাইফুল আলম খান মিলন, অধ্যাপক তাসনীম আলম। ডা. তাহের ছিলেন অধ্যাপক তাসনীম আলমের সেক্রেটারি জেনারেল। কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি তাঁর পূর্বতন কেন্দ্রীয় সভাপতিদের অনেককে ছাড়িয়ে গেছেন। পরবর্তীতে আন্তর্জাতিক সংগঠন ইফসুর সেক্রেটারি জেনারেলের দায়িত্বও পালন করেন তিনি।
ডা. তাহের যে সময় নানান আন্তর্জাতিক সংগঠনের দায়িত্ব পালন করতে দেশ-দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, এমপি হিসেবে কাঁপিয়ে তুলছেন সংসদ; ডা. শফিকুর রহমান তখন কেবল সিলেট সামলাতে ব্যস্ত। ছুটে ফিরছেন জৈন্তাপুর থেকে কানাইঘাট, শাহপরান থেকে দক্ষিণ সুরমা। জীবন কাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, কে বলতে পারে! দুই ডাক্তার যখন ছোটোবেলায় মায়ের কাছে আইসক্রিম খাওয়ার আবদার করে কাঁদতেন, তখনও কি পৃথিবী জানে– একদিন তাঁরা বাংলাদেশের ইসলামী রাজনীতির প্রধান স্তম্ভ হয়ে উঠবেন?
'রাজনীতিকের জীবন-কথা/ লাবিব আহসান
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত