স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন গত সাড়ে পনেরো বছরে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ হারিয়ে গেছে। একসময় যে বড় রাজনৈতিক দল ছিলো আজ তারা কোথায় আছে। নিজ থেকেই হারিয়ে গেছে। এখন তাদের খোঁজে পাওয়া যায় না।
১৪ জুলাই সোমবার রাতে লন্ডনে ওল্ডহামে যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলার বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন ওল্ডহাম বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান কাইয়ুম। ওল্ড হাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো: রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্ঠা অধ্যাপক জাকি মোস্তফা টুটুল, ওল্ডহাম বিএনপি নেতা প্রভাষক মহসিন চৌধুরী, মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাজুল জামান, যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ হোসেন রুবেল, সাবেক সহ-প্রচার সম্পাদক শাহিন আহমেদ প্রমুখ।
নাসের রহমান বলেন মৌলভীবাজারে গত দেড় দশকে কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন ২০০৬ সালে বিএনপি সরকারের সময় আমি যে সমস্ত রাস্তাঘাট করে গিয়েছিলাম, সেগুলোর বেশিরভাগই এখনো আগের অবস্থায় পড়ে আছে। গ্রাম গঞ্জের সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সে জন্য মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন তারা মৌলভীবাজারে ছিল চার খলিফা একজন এমপি, একজন পৌরসভা চেয়ারম্যান, একজন জেলা পরিষদ চেয়ারম্যান এবং একজন উপজেলা চেয়ারম্যান। এরা সবাই রাতের ও ভূয়া ভোটে নির্বাচিত হয়ে চারটি পদ দখল করে লুটপাটে ব্যস্ত ছিল। সারাদেশের আওয়ামী লীগের মতো তারাও লুটপাট করেছে। কিন্তু এ জেলার উন্নয়ন কিছুই হয়নি। এখন চারজনই নেই লুটপাটে তাদের পকেট বড় হয়েছে। কিন্তু এলাকার অবস্থা বদলায়নি। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে উন্নয়ন কাজ স্বাভাবিকভাবেই হবে ইনশাআল্লাহ।
তিনি জানান, ২০০৬ সালের মধ্যেই মৌলভীবাজার-রাজনগর অঞ্চলের অনেক বেসিক অবকাঠামো উন্নয়ন কাজ সম্পন্ন করেছিলেন। ইন্টিরিম গভর্মেন্টের উপদেষ্টাদের সাথে কথা বলেছি নতুন করে শসশেরনগর বিমানবন্দর নির্মাণ কাজ অচিরেই শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নাসের রহমান জানান শ্রীমঙ্গল বাইপাস সড়ক (৬.৫ কিলোমিটার) নির্মাণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট লাইনে ট্রেনের টিকিটের সংকট মোকাবেলায় ও পর্যটকদের জন্য শ্রীমঙ্গল-ঢাকা রুটে শাটল ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। সভায় ওল্ডহাম, ম্যানচেষ্টার,রসডেল বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত