স্টাফ রিপোর্টার।।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মৌলভী লুকমান আহমদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।বাংলাদেশী ফ্যাশন বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কুলাউড়া হয়ে নির্বাচনী এলাকায় প্রবেশের পর জুড়ীর মানিকসিংহ এলাকায় তাকে মোটর শোভাযাত্রা সহকারে বরণ করা হয়। এরপর নির্বাচনী এলাকার ১০ স্থানে তিনি পথসভা করেন। এসময় সড়কে নেতাকর্মীর ঢল নামে।
দলীয় সূত্রে জানা গেছে, লুকমান আহমদ কাতার শাখা খেলাফত মজলিসের উপদেষ্টা। সম্প্রতি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মনোনীত করা হয়। প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি প্রথমবার দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে প্রথম নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ী উপজেলা খেলাফত মজলিসের নেতাকর্মীসহ সাধারণ জনতা মৌলভী লুকমান আহমদকে নির্বাচনী আসনের দক্ষিণ সীমানা জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকা থেকে কয়েকশ মোটরসাইকেল দিয়ে শোভাযাত্রা সহকারে বরণ করেন। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। বেলা আড়াইটায় তিনি মানিকসিংহ বাজারে প্রথম নির্বাচনী পথসভা করেন। পরে জুড়ী নিউ মার্কেট চত্তর, দক্ষিণভাগ বাজার, কাঠালতলী বাজার, বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, আজিমগঞ্জ বাজারসহ দশ স্থানে পৃথক পৃথক পথসভায় অংশ নেন।
পথসভায় খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী লুকমান আহমদ বলেন, পরিবর্তনের আন্দোলনে দেশবাসী অতীতে যেভাবে পাশে ছিলেন, ঠিক সেভাবেই আগামীতেও জনগণকে তিনি পাশে চান। সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। গণতন্ত্রকে হত্যা করেছে। আলিম-ওলামাদের হত্যা, গুম ও ফাঁসিতে ঝুলিয়েছে। এখন সময় এসেছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার, দেশ বিনির্মাণের।
নির্বাচনী প্রচারণায় সংসদ সদস্য প্রার্থী মৌলভী লুকমান আহমদের সাথে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাধারণ সম্পাদক এমএম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা সভাপতি কাজী এনামুল হক, সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, পৌর সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, সহ সভাপতি মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা সালেহ আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা মনসুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক এনামুল হক মেম্বার, হাবিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, মৌলভীবাজার শহর সভাপতি আব্দুল্লাহ আল নোমান, বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, জুড়ী উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত