স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী ঘোষণা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এই দাবিতে শুক্রবার সকালে বিশ্বস্ত ও ত্যাগী নেতাকর্মীরা সুনামগঞ্জ সড়কসংলগ্ন ব্রিজের পাশে এক মানববন্ধনের আয়োজন করেন।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান সেলিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, সাবেক অঙ্গসংগঠনের নেতা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। তাঁরা বলেন, দলের দুর্দিনে যারা রাজপথে সক্রিয় থেকেছেন, কারাবরণ করেছেন, আজ তাঁদের বাদ দিয়ে অযোগ্য ও অজানা ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে, যা মেনে নেওয়া যায় না।
তারা আরও অভিযোগ করেন, কাদিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদ্য ঘোষিত কাউন্সিলর প্রার্থী নিয়ে এলাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। দীর্ঘদিন সংগঠন চালিয়ে যাওয়া ত্যাগী নেতাকে মনোনয়ন না দিয়ে হঠাৎ একজনকে ঘোষণা করা অনৈতিক ও অগণতান্ত্রিক।
বক্তব্যে তারা বলেন, “২০ বছরের বেশি সময় ধরে ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মোহিবুর রহমান মুসা একজন নির্যাতিত, পরিশ্রমী ও জনপ্রিয় নেতা। তিনি ২৪ বছর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। দলের নানা আন্দোলনে সক্রিয় থাকায় বহুবার গ্রেপ্তার হয়েছেন, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।”
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত ওয়ার্ড কমিটি ভেঙে ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান। এছাড়া ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির পুনরায় কাউন্সিলর প্রার্থী হিসেবে মোহিবুর রহমান মুসার নাম ঘোষণার জন্য জোর দাবি জানান।
এসময় আরও বলা হয়, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক দেওয়ান হোসেন হেলাল, অর্থবিষয়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিভিন্ন ইউনিটের সভাপতি ও সম্পাদকরা এ কমিটির সঙ্গে জড়িত থাকলেও কাউকে মতামত নেওয়া হয়নি। এতে ত্যাগী কর্মীদের মাঝে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।
তারা বলেন, দলের ভাবমূর্তি রক্ষা ও আগামী নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করতে হলে দলের ভিতরের অনিয়ম রোধ করে গণতান্ত্রিক উপায়ে প্রতিনিধি নির্বাচন নিশ্চিত করতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহাব আলী বলেন, “নেতাকর্মীদের অভিযোগ আমাদের কাছে পৌঁছেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানাব।”
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত