কুলাউড়ার দর্পণ রির্পোট।। বড়লেখা।।
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পর্যায়ে দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতা নির্বাচন করেন দলীয় ভোটার। এতে করে ১০টি ইউনিয়ন পেলো নতুন নেতৃত্ব। নতুন নেতৃত্ব পেয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।
শনিবার (১২ জুলাই) দাসেরবাজার ইউনিয়নে ৫ পদের নির্বাচনের মধ্য দিয়ে উপজেলার ১০টি ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিয়নে সকাল থেকেই ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি, শ্লোগানে মুখর চারপাশ। ব্যানার, পোস্টার আর লাল-সবুজ ও জাতীয়তাবাদী পতাকায় রঙিন হয়ে ওঠে পুরো বড়লেখা।
১৬ বছর পর তৃণমূলে দলীয় কার্যক্রমে এমন গতিশীলতা দেখা যাওয়ায় নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে নতুন প্রাণ। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলা এই কাউন্সিলে উপজেলার প্রতিটি ইউনিয়নেই ছিল ব্যতিক্রম এক উৎসবের আবহ। সম্মেলন ও কাউন্সিলকে কেন্দ্র করে জমে উঠেছিল ব্যাপক প্রচার প্রচারণা। পদপ্রত্যাশীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব রয়েছিলেন।
সকাল থেকেই কাউন্সিররা উৎসবমুখর পরিবেশে নিয়ে সম্মেলনস্থলে এসে জড়ো হতে দেখা গেছে। কাউন্সিল উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায় ফেস্টুন, ব্যানার ও পতাকায় মোড়ানো রাজনৈতিক আমেজ। প্রতিটি ইউনিয়নের কাউন্সিলে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা, যাঁরা নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলকে সংগঠিত ও গতিশীল করে তোলার ওপর জোর দেন।
অনুষ্ঠিত কাউন্সিলে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেছেন।
কাউন্সিলাদের গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১০ টি ইউনিয়নে যারা নির্বাচিত হলেন, বর্ণি ইউনিয়নে সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সিনিয়র সহসভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরোওয়ার, সহসাধারণ সম্পাদক নুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকন।
উত্তর শাহবাজপুর ইউনিয়নের কাউন্সিলে সভাপতি আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জামিল আহমদ, সহসাধারণ সম্পাদক আকলিম উদ্দিন, সাংগঠনিক আব্দুর রহমান।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দিন, সহসাধারণ সম্পাদক মাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান রানা।
তালিমপুর ইউনিয়নে সভাপতি হাজি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গুলশান আহমদ, সহসাধারণ সম্পাদক সফর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল হক।
দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী) ইউনিয়নে সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খলিল উদ্দিন।
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল জুয়েল, সহসাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক অহিদ আহমদ।
সুজানগর ইউনিয়নে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন বাবুল মিয়া। এর আগে বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হন আবুল আছ আহমদ, সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা, সহসাধারণ সম্পাদক নাদের আহমদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম।
সদর ইউনিয়নে সভাপতি শাহজাহান চৌধুরী সাজু , সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান , সাধারণ সম্পাদক সুরমান আলী ও সহ সাধারণ সম্পাদক বাহার উদ্দিন নির্বাচিত।
৩নং নিজবাহাদুরপুর ইউনিয়নে সভাপতি মিছবাউল হক মিনু, সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন কোকিল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম কালা, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ।
এদিকে গতকাল ১২ জুলাই দাসেরবাজার ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি রহিম উদ্দিন নজরুল, সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাহার, সহ সাধারণ সম্পাদক সামছুল হক, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নির্বাচিত হন।
ভোট গ্রহণ শুরুর আগে আয়োজিত সম্মেলনে অধ্যাপক শহীদ আহমদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ, যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুদাব্বির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু প্রমুখ।
নির্বাচন নিয়ে ভোটারদের সাথে কথা বললে তারা জানান, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে সরাসরি ভোট প্রদান করতে পারেনি। ফলে বিএনপি কর্মীসহ সাধারণ মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে যে ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে তারা আনন্দিত।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন বলেন, আমরা ইতোমধ্যে ১০টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। বাকি রয়েছে পৌরসভা ও উপজেলা। আশা করছি চলিত মাসের মধ্যে পৌরসভা ও উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জেলা কমিটি।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সবই অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিত কাউন্সিলে বিএনপির দীর্ঘদিনের কিছু নিরব কর্মীও সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে। নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহণে নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা দেখা গেলেও তা শেষ পর্যন্ত বিরূপ প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়নি।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত