স্টাফ রিপোর্টার: পুরশাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আব্দুল মোক্তাদির এর বদলি জনিত বিদায় উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জুলাই বুধবার স্কুল মিলনায়তনে এ বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক ও আমার দেশ কুলাউড়া প্রতিনিধি চৌধুরী আবু সাঈদ ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সভাপতি রাশেদা বেগম, শিক্ষিকা সুহেনা আক্তার, সেলিনা ইয়াসমিন চৌধুরী, তানজিদা আক্তার, সৈয়দা তামান্না বেগম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জাহিদুল ইসলাম, গীতা পাঠ করে সাগর মালাকার। স্বাগত বক্তব্য রাখে ছাত্রী সৈয়দা নাজাহ তাসনিম। শ্রদ্ধাঞ্জনী পাঠ করে তাসনিম জান্নাত। আলোচনা অনুষ্ঠানের আগে বিদায়ী শিক্ষকের হাতে ফুল, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত