রাজনগর প্রতিনিধিঃ
রাজনগরে দেওয়ানদীঘি হতে তারাপাশা হয়ে সমসেরনগর রাস্তা মেরামতের কাজ মাঝপথে বন্ধ হওয়াতে মানুষের দূর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত কাজ সম্পন্ন করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
এদিকে রাস্তার কাজ বন্ধের ফলে বৃষ্টির পানি গর্তে জমে থাকায় মানুষের চলাচলে অসুবিধা ছাড়াও নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে, জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষজন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাস্তাটির কাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয় বাসিন্দারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
এলজিইডি ও এলাকাবাসী সুত্রে জানাযায় এডিবির অর্থায়নে দেওয়ানদীঘি হইতে তারাপাশা হয়ে সমসেরনগর রাস্তা মেরামতের কাজ এলজিইডির তত্বাবধানে শুরু হয় গত বছর। এতে ব্যয় ধরা হয় ১১ কোটি ৯৩ লাখ টাকা। মুহিবুর রহমান কোকিল ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি মাসের ২ তারিখ সম্পূর্ণ কাজ সম্পন্ন করার কথা থাকলেও সিংহবাগ কাজ সম্পন্ন করে ওয়াবদা বাঁধ ও তারাপাশা বাজার অংশের দুই কিঃ মিঃ কাজ বন্ধ করে দেন। গত বছরের নভেম্বর মাসে তারাপাশা বাজার অংশের ১ কিঃমিঃ রাস্তা আরসিসি ডালাইয়ের জন্য এক্সেবেটর মেশিন দিয়ে মাটি খনন করা হয়। ফলে রাস্তার এ অংশে অল্প বৃষ্টিতে গর্তের মধ্যে হাটু ও কোমর সমান পানি জমে থাকে । এতে প্রতিনিয়ত ছোট বড় যানবাহন উল্টে পাল্টে ঘটছে দুর্ঘটনা। এই রাস্তা দিয়েই রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলার ২৫ গ্রামের মানুষের যাতায়াত।
তারাপাশা বাজারের পাশে রয়েছে তারাপাশা স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন স্কুল মাদ্রাসা তাছাড়া সমশেরনগর এই রাস্তা দিয়ে বিমানবন্দর যেতে হয়। এদিকে স্থানীয়দের অভিযোগ এই রাস্তার লোড কেপাসিটি ৫ থেকে ৬ টন বালু মহাল থেকে বালু ভর্তি ৩৫/৩৬ টন লোড নিয়ে শতশত ট্রাক প্রতিনিয়ত যাতায়াত করায় সদ্য সমাপ্ত হওয়া রাস্তার কাজের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। এ রাস্তা দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধের দাবি স্থানীয়দের। অটোরিকশা চালক সোহাগ মিয়া বলেন, সারা দিনে ইনকাম করি পাঁচ/ছয়শত টাকা। দিন শেষে গাড়িতে কাজ করাতে হয় তিনশত টাকা, বাকি টাকা দিয়ে বাজার সদাই করা খুবই কষ্টকর হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এম সামছুল ইসলাম বলেন এই রাস্তা দিয়ে চলাচল করতে বেশি কষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। তারাপাশা বনিক সমিতির সাধারণ সম্পাদক ছায়েদ আহমদ বলেন ভাংগা রাস্তা কারনে এ বাজারে কেউ আসতে চায়না এতে আমাদের ব্যবসা মন্দা যাচ্ছে।
মুহিবুর রহমান চৌধুরী বলেন, কিছুক্ষণ আগে আমার সামনে টিন বোঝাই একটি ভ্যানগাড়ি উল্টে যেতে দেখলাম। বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলাম বাবু বলেন,দ্রুত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তিনি কাজ শুরু করার বিষয়ে শুধু তারিখই করছেন। দুই এক দিনের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয় মৌলভীবাজার জেলা প্রশাসকের বরাবরে স্মারক লিপি প্রদান করব এবং আবারও মানববন্ধন কর্মসূচি পালন করবো। সাবেক ইউপি মেম্বার আব্দুর রসিদ বলেন রাস্তার যে অংশে কাজ সম্পন্ন হয়েছে ভারী যানবাহন যাতায়াতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এই রাস্তার ঠিকাদার মুহিবুর রহমান কোকিল বলেন, তারাপাশা বাজার অংশে ১২ ফুট আরসিসি ঢালাইয়ের সিডিউল ঠিক হয় এতে জনস্বার্থে অসুবিধার বিষয়টি বিবেচনা করে ১৬ ফুটের প্রস্তাব পাঠানো হয় প্রস্তাব অনুমোদন হয়ে আসতে দেরি হওয়াতে কাজ বন্ধ রাখতে হয়েছে। আগামী কাল থেকে তারাপাশা বাজার অংশের প্রাথমিক কিছু কাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী রাজু সেন বলেন, ঠিকাদারের সাথে আলাপ হয়েছে তিনি খুব শীঘ্রই কাজ শুরু করবেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত