সিলেট প্রতিবেদক।।
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতায় প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলবাজী নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত ফুটপাত ও রাস্তা দখল চলছেই। নগরবাসীর অব্যাহত আপত্তিতেও বন্ধ হচ্ছে না দখলদারবাজদের দৌরাত্ম্য। নগরীর ব্যস্ততম এলাকাগুলোর অনেক জায়গায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। দখলকৃত ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীর যন্ত্রণাময়-নাভিশ্বাস যেন নিত্যদিনের সঙ্গী। যে যার ইচ্ছামতো ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবহার করছে, কেউ আবার অনেক এলাকায় নির্মাণসামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যার সৃষ্টি করছে। শহরে যানজটের একটা বড় কারণ, এই যত্রতত্র গাড়ি পার্কিং আর ফুটপাত দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান নির্মাণ। অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সর্বস্তরের ছাত্রছাত্রী ও পথচারীরা। বক্তারা আরো বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। ফুটপাত ও রাস্তা দখলকারীদের কাছ থেকে কয়েক ধাপে টাকা গ্রহণ করছেন অবৈধ সুযোগ দেয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও কতিপয় লোকজন। এই নিকৃষ্ট শ্রেনীর লোকদের হাত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে হবে। ইতিমধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচরের জন্য ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এতকিছুর পরেও এই দাবি বাস্তবায়নে চরম অবহেলা ও কর্ণপাত করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী ১২ আগষ্টের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ১৩ আগষ্ট বুধবার সিলেট সিটি কর্পোরেশনের প্রধান গেইটে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করার হুশিয়ারী দেন বক্তারা।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব। স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান। বক্তব্য রাখেন সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, সিলেট-৪ এর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহীম, ছাত্রনেতা তোফায়েল চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম নেতা মোঃ ইব্রাহিম মিয়া, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি ও সাহিত্যিক কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সংগঠনের অন্যতম নেতা মোঃ জহিরুল হক জাকির, বিশিষ্ট্য সমাজকর্মী রাধিকা রঞ্জন পাল ছাবুল, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, দপ্তর সম্পাদক সাগর দে, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, সিসিক ৮নং ওয়ার্ড সভাপতি ইমাদ হোসেন রিপন, আবু সাঈদ চৌধুরী জুবায়ের, দিপু মালাকার, মোঃ মামুন চৌধুরী, স্বপন মোদক, মোঃ মহসিন উদ্দিন সুমন, আমিরুল ইসলাম, মখছুছুর রহমান, হরিমোহন রায়, নীলমনি কান্ত চন্দ, মোঃ আজিজুল ইসলাম ওয়াসিম, টিপু দাস, মোঃ আদনান ছামি ফাহিম, মোঃ সাব্বির হোসেন, মোঃ জহির হোসেন, মোঃ সেবুল আহমদ, মোঃ মুজিবুর রহমান, মোঃ আতাউর রহমান, মোঃ রিপন মিয়া, সাইদুর রহমান ও মোঃ সারজাউল করীম প্রমুখ।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত