স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি অবশেষে বাতিল করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগপন্থী ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের অভিযোগে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিলেন।
সদ্য বাতিল হওয়া কমিটির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ উঠে আসায় কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। অবশেষে ইউনিয়ন বিএনপির সদস্য ও আহ্বায়ক কমিটির নেতা সাখাওয়াত খানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি বাতিলের ঘোষণা আসে।
সাখাওয়াত খান বলেন
“দলীয় ভাবমূর্তি রক্ষায় ও তৃণমূল নেতাকর্মীদের দাবি বিবেচনা করে ৮নং ওয়ার্ডের বিতর্কিত কমিটি বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।”
এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তারা মনে করছেন, এই সিদ্ধান্ত দলের ভিতরে শৃঙ্খলা ও আস্থার পরিবেশ ফিরিয়ে আনবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত