সিলেট প্রতিবেদক।
হবিগঞ্জ সীমান্তে চোরচালান ও মাদক বিরোধী অভিযানে প্রায় ৭০ লাখ টাকা বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)। গত ৩ দিনে ৪টি পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো করা হয়, শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়ক হবিগঞ্জের মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেট থেকে ঢাকামুখী একটি বিশেষ পরিবহন তল্লাশি করে ৪৫ বস্তায় মোট ১৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ২ বক্স, ডেইরি মিল্ক ৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি ও ৫টি কম্বল জব্দ করা হয়। এ ছাড়া চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপি পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ২২৯টি শাড়ি এবং ৬টি গরু জব্দ করা হয়। এদিকে মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপির অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার আটক করা হয়। এসব পণ্যের ৭০ লক্ষ ০৪ হাজার ৭৬০ টাকা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘গত ৩ দিনের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত জব্দ করা হয়েছে। এসব মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে।’
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত