নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হলো ২৯ জুলাই মঙ্গলবার। লার্নিং এক্সিলারেশন ইন সেকেণ্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে 'ধরিত্রী' ও 'উষ্ণতার ছায়া' শিরোনামের দুটি দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। দেয়াল পত্রিকার সম্পাদকীয় পাঠ করেন প্রকাশনা কমিটির সম্পাদক দশম শ্রেণির শিক্ষার্থী তমা শর্মা।
২য় পর্বে ইসরাত জাহান দুহার সঞ্চালনায় 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক' বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষদলে বিদ্যালয়ের শিক্ষার্থী মায়মুনা তাসনিম, সিপু দাস ও তমা শর্মা এবং বিপক্ষ দলে হুমায়রা আনজুম, জুমায়রা আল সফর, তমাশ্রী অলমিক অংশগ্রহণ করেন।
মডারেটরের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন এবং বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক ফণীভূষণ চন্দ, শফিকুল ইসলাম জুয়েল, নূর ইসলাম। সময় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত ইসলাম মিম।
অনুষ্ঠানের শেষ পর্বে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত উভয় দলকেই পুরস্কার প্রদান করা হয়। সেরা বক্তার পুরস্কার পান অষ্টম শ্রেণির শিক্ষার্থী তমাশ্রী অলমিক।
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নীলিমা রানী বৈদ্য, সুশান্ত কুমার বর্মন, মীরা শর্মা, শিমুল মিয়া, আইসিটি ল্যাব অপারেটর আবুল কাশেম, অফিস সহায়ক নজরুল ইসলাম, দপ্তরি অজয় মালাকার, সুস্মিতা গোয়ালা, সাজু বিশ্বাস প্রমুখ।
বিদ্যালয়ের বিতর্ক ও দেয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র শিক্ষিকা আফিয়া বেগম ও সঞ্জয় দেবনাথ।
প্রসঙ্গত, গত ২৮ জুলাই সোমবার লার্নিং এক্সিলারেশন ইন সেকেণ্ডারি এডুকেশন প্রজেক্টের আওতায় জলবায়ু কর্মসূচির অংশ হিসাবে একটি ফলদ গাছ (কাঁঠাল) ও একটি বনজ গাছ (নিম) রোপণ করা হয়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত