নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া দর্পণ।।
আগামীকাল শনিবার (২ আগস্ট) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১০টায় পৃথিমপাশা আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ঐতিহ্যবাহী পৃথিমপাশা ইউনিয়ন ঐতিহাসিকভাবেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে নবাব আলী আমজদ খানের পরিবার। বৃটিশ ভারত আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত এই পরিবারের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে নেতৃত্ব দিয়ে আসছেন।
১৯৭৩ সালে আওয়ামী লীগের এমপি ছিলেন নবাব আলী সরোয়ার খান। পরে নবাব আলী আব্বাস খান ১৯৮৮, ১৯৯১ ও ২০০৮ সালে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নবাব পরিবারের অন্য সদস্যদের মধ্যেও রাজনীতিতে সক্রিয়তা রয়েছে—যেমন নবাব আলী ইয়াওম খান (সাবেক উপজেলা বিএনপি সভাপতি), নবাব আলী তকী খান (সাবেক ইউপি চেয়ারম্যান), আলী বাখর খান, আলী ওয়াজেদ খান, আলী সাজ্জাদ খান এবং ছাত্রদল নেতা আলী হাসিব খান।
এ কারণে পৃথিমপাশা ইউনিয়নে বিএনপির যেকোনো আয়োজন নবাব পরিবারের রাজনৈতিক প্রভাবের ছাপ বহন করে। এবারের সম্মেলন ও কাউন্সিল ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, এই কাউন্সিল শুধু নিয়মতান্ত্রিক দায়িত্ব হস্তান্তরের আয়োজন নয়—এটি নবাব পরিবারের মর্যাদা রক্ষার একটি রাজনৈতিক লড়াইও।
বিশেষ করে জাতীয় পার্টির সাবেক এমপি নবাব আলী আব্বাস খান আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জোটের হয়ে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তার ছোট ভাই নবাব আলী তকী খান এবারের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হওয়ায় এবারের কাউন্সিল ভিন্ন মাত্রা পেয়েছে।
কাউন্সিলের প্রধান সমন্বয়কারী আলমগীর হোসেন ভুইয়া জানান, “সম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রস্তুত বিশাল মঞ্চ ও অডিয়েন্স এরিয়া।”
সম্মেলনের প্রথম পর্বে উদ্বোধন করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান। প্রধান অতিথি থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং প্রধান বক্তা থাকবেন জেলা সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু সহ আরও সিনিয়র নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকাল ২টায় শুরু হবে কাউন্সিল অধিবেশন। এবার মোট ৪৫৯ জন কাউন্সিলর আগামী দুই বছরের জন্য ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন—সাবেক সভাপতি আকদ্দস আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, নবাব আলী তকী খান ও সাজু উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ ও আজমল হোসেন চৌধুরী বাতেন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল ইসলাম রউজ, জয়নাল আহমেদ চৌধুরী, রাসেল আহমেদ ও সালেক আহমেদ সাবুল।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির কাউন্সিল হতে যাচ্ছে আলোচিত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ঐতিহাসিক এক আয়োজন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত