স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন বলেছেন, ভোটের সিস্টেমটি পতিত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার নষ্ট করে দিয়েছিল। আমরা সেই সিস্টেম পুনরুদ্ধারে এখন কাজ করে যাচ্ছি। পতিত সরকার জাতীয়সহ স্থানীয় সকল নির্বাচনে ভোট ছাড়া দলের প্রার্থীতা নির্বাচিত করে স্থানীয় সরকারকে ধ্বংস করে ফেলেছে। শনিবার ২ আগস্ট সকালে স্থানীয় আলী আমজদ উচ্চ বিদ্যালয় মাঠে পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের হাতে একটা সিস্টেম ধরিয়ে দিয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা। যারা বলে দলে গণতন্ত্র নেই তারা আজ প্রত্যেকটি ইউনিয়ন ও উপজেলার উৎসবমূখর সম্মেলন দেখুক। আমরা অনেক হিমশিম খেয়েও গণতন্ত্র রক্ষার জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের কোন দোসরদের স্থান বিএনপি নেই। দলের সব কাউন্সিলে কোন ফ্যাসিস্টরা যাতে জায়গা না করতে পারে সে বিষয়ে সকল নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। দলের সদস্য নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা আওয়ামীলীগ বা অন্য কোন দলের সাথে সম্পৃক্ততা নেই, যেমন সমাজের গ্রহণযোগ্য মানুষ সেসকল মানুষদের নতুন সদস্য হিসেবে নবায়ন করা হবে। এমনকি অতীতে বিএনপির রাজনীতি করেছে এরকম কোন প্রমাণ থাকলে তাকেও দলের সদস্য করা হবে। আগামী জাতীয়সহ সকল নির্বাচনে আমাদের কঠিন সময় পার করতে হবে। আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশ, জনগণের টাকা চুরি করে নিয়ে যারা গর্তে গেছে সেইসকল ফ্যাসিস্টরা চাইবে গর্ত থেকে বের হয়ে আসার জন্য। তারা চাইবে আমাদের দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে। ষড়যন্ত্র যতদিন থাকবে বিএনপির আন্দোলন সংগ্রাম ততদিন চলবে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় করতে হলে আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, সুদৃঢ় ঐক্যেই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। ঐক্যের কোন বিকল্প নেই।
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, মানুষের ভোটের যে অধিকার সেই অধিকার থেকে আমরা দেড় দশক বঞ্চিত ছিলাম। সেই বঞ্চিত অবস্থায় আমাদের দলের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করার জন্য নেতৃত্ব চাপিয়ে দেয়া নয়, তৃণমূল থেকে নেতৃত্ব বাছাইয়ের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সেজন্য আমরা অভিনন্দন জানাই সকল নেতাকর্মীদের পক্ষ থেকে। কাউন্সিলে ভোটারদের উদ্দেশ্য আব্দুর রহিম রিপন আরো বলেন, আমরা বলতে চাই, বিগত সকল আন্দোলন-সংগ্রামে পরীক্ষায় উত্তীর্ণ, সংগ্রামে-সংকটে এ অঞ্চলের মানুষকে যিনি জেলা উপজেলায় নেতৃত্ব দিতে পারবেন তাকেই আপনারা নির্বাচিত করবেন। কোন অতিথি পাখিকে আপনারা নির্বাচিত করবেন না সেটা আমাদের বিশ্বাস আছে। আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব বাছাই হবে সেই নেতৃত্বই আগামী দিনের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুফিয়ান আহমদ ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্বাছ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, সদস্য শামীম আহমদ চৌধুরী, বদরুজ্জামান সজল, বহির্বিশ^ বিএনপির সভাপতি সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া বিএনপির সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।
এর আগে সকালে উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবের আমেজ দেখা দেয় নেতাকর্মীদের মাঝে। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি সম্পাদকসহ অতিথিদের নিয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান। পরিবেশন করা হয় দলীয় সংগীত। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ৪৫৯ জন কাউন্সিলাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন। বিকেল ৩টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয়।
কাউন্সিলে সভাপতি পদে বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি নবাব আলী তকী খান ১৭০, আকদ্দস আলী মাস্টার ৭৭ ও সাজু উদ্দিন পান ১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আহমেদ উর রহমান মুরাদ ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আজমল হোসেন চৌধুরী বাতেন পান ১৯০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রাসেল আহমেদ ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি জয়নাল আহমেদ চৌধুরী ১৪২, নুরুল ইসলাম রউজ ১১৯ ও সালেক আহমেদ সাবুল ২৪ ভোট পান।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত