স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত দুইজনকে সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৯৯,৫০০ টাকা, দস্যুতায় ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে
মামলার বাদী আব্দুল আহাদ গত ৩০ জুলাই, ২০২৫ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২, ০০,০০০/- (দুই লক্ষ) টাকা উত্তোলন করে এবং বাদীর মেয়ে সুহাদা আক্তার এর ভ্যানেটি ব্যাগে রক্ষিত নগদ ১৬,০০০/- (ষোল হাজার) টাকাসহ সর্বমোট ২,১৬,০০০/- (দুই লক্ষ যোল হাজার) টাকা নিয়ে বাদী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলিয়া নামক স্থানে পৌছালে ০২ টি মোটরসাইকেলে করে আসা ৪ জন দস্যু পথরোধ করে। তারা বাদী ও তার মেয়ে সুহাদার আক্তার এর গলায় ধারালো দা ধরে ভয়ভীতি প্রদর্শন করে বাদীর মেয়ের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। যাহার মধ্যে নগদ ২,১৬,০০০/ টাকা, একটি স্যামসাং স্মার্ট মোবাইল ফোন, দুই ভরি রুপার চেইন, বাদীর জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড ছিল।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানায় দস্যুতার অভিযোগে নিয়মিত মামলা রুজু করা হয়। (মামলা নম্বর ১৭, তারিখ ৩০/০৭/২০২৫, ধারা ৩৪১/৩৯২ দণ্ডবিধি।
মাননীয় পুলিশ সুপার মৌলভীবাজার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এবং কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ অ্যাজমল হোসেনের নেতৃত্বে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাস, এএসআই ফজলে আজিম, এএসআই সুলতানসহ কয়েকজনকে নিয়ে একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরবর্তীতে (০১ আগস্ট) সিলেট জেলা ও মহানগরী বিভিন্ন থানা এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ঘটনায় জড়িত ০২ জন আসামীকে শাহপরাণ থানাধীন কাজিরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ,সেলিম আহমদ ওরফে অনিক ৫ ভটলা সেলিম (৩৭), সাং- কুলাউড়া গ্রাম, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, এ/পি- সাং- টিকর পাড়া (পীরেরবাজার), থানা- শাহপরান, এসএমপি, জেলা-সিলেট,সাকিব আহমদ (২৫), পিতা: মৃত মানিক মিয়া, সাং- মির মহল্লা, থানা- শাহপরান, এসএমপি, জেলা- সিলেট, এ/পি- সাং- টিকর পাড়া (পীরেরবাজার), থানা- শাহপরান, এসএমপি, জেলা- সিলেট।
তাদের হেফাজত থেকে
১। নগদ ৯৯,৫০০/- টাকা
২। ভিকটিমের ছিনতাইকৃত স্যামসাং স্মার্ট মোবাইল ফোন
৩ দস্যুতায় ব্যবহৃত ধারালো একটি দা
৪। একটি TVS Apache RTR 150cc মোটরসাইকেল ও একটি কালো হেলমেট
৫। অভিযুক্তদের দস্যুতাকালীন পরিহিত টি-শার্ট ও গেঞ্জি
গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং মামলার বাদী উক্ত আসামীদের সনাক্ত করেছেন। আসামীদের আরো জিজ্ঞাসাবাদে তারা তাদের সহযোগী অপর পলাতক আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করে, যাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত