স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।
কুলাউড়া উপজেলার মীরশংকর এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট ২০২৫) সম্পন্ন হয়েছে বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম।
মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক সেবামূলক কার্যক্রমে মীরশংকর পঞ্চায়েতভুক্ত ৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডা. মোঃ জাকির হোসেন (টি.এইচ.ও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আয়োজক সংগঠন মীরশংকর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে তাফসীরুল কোরআন মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা, মহিলা মাহফিল, সীরাতুন্নবী (সা.) মাহফিলসহ বিভিন্ন ইসলামী ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনটি গৃহহীনদের গৃহনির্মাণ সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কন্যাদায়গ্রস্তদের বিবাহ সহায়তা, ঈদ উপহার বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ, কর্জে হাসানা তহবিল গঠনসহ বহুমুখী সেবামূলক কাজ করে চলেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশ ও প্রবাসে অবস্থানরত দ্বীনপ্রিয়, সমাজসচেতন মানুষের অর্থায়ন ও দোয়ার মাধ্যমে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত