স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
কুলাউড়ার আলীনগর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয় বিজিবির সরব তৎপরতার কারনে দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। বিএসএফ বাংলাদেশী দুই যুবককে ফেরত দেওয়ার পর তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এব্যাপারে লেফেটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, গতকাল বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একর্পযায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবির র্কমর্কতা বলেন, স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি তাৎক্ষনিকভাবে বিএসএফএর ১৯৯ ব্যাটলিয়ানের র্কমর্কর্তাদের সাথে যোগাযোগ করা হলে বিএসএফ রাতেই তাদেরকে ফেরত দেয়।
পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুরের চাতলাপুর অভিবাসন কেন্দ্র দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে।
বিজিবি সুত্রে জানা গেছে, মোটর সাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের প্রসেনজিৎ নাইডু(১৭) ও সূবর্ণ শীল(১৬) শনিবার বিকেলে মুরাইছড়া সীমান্তের ভারতীয় অংশে চলে যান। পরে তাদের দুইজনকে বিএসএফ আটক করে । পরে আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশীকে ফেরত দেওয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানায়। তাদের অনুরোধে সাড়া দিয়ে রাতেই দুই বাংলাদেশীকে ফেরত দেয় বিএসএফ।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, বিজিবি দুই যুবককে কুলাউড়া থানায় শনিবার রাত ১২টার দিকে হস্তান্তর করে এবং আজ রবিবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত