স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
বড়লেখা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলায় আদালতের দেওয়া সাজাপ্রাপ্ত দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২ আগস্ট ২০২৫, বড়লেখা থানা পুলিশের টিম কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি সেলিম আহমদ, পিতা নেওয়ার আলী, সাং কাঠালতলী দক্ষিণ এবং সাজু আহমদ, পিতা ফয়েজ উদ্দিন ফজলু ড্রাইভার, সাং কাঠালতলী উত্তরভাগ—কে গ্রেফতার করে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ সেপ্টেম্বর দক্ষিণভাগ এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতারের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাদের উভয়কে সাজা প্রদান করেন।
গ্রেফতারের পর ৩ আগস্ট ২০২৫ তারিখে তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করা হয়।
মাদকবিরোধী অভিযানে বড়লেখা থানা পুলিশের এ ধরনের তৎপরতা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত