স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ
কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। বাজার এলাকার ফুটপাত ও বিভিন্ন স্থানে সরকারি জমিতে গড়ে ওঠা অস্থায়ী স্থাপনা ও দখল উচ্ছেদ করা হয়।
এ সময় কিছু স্থানীয় ব্যবসায়ী অসন্তোষ প্রকাশ করলেও পথচারী ও সাধারণ জনগণ এ উদ্যোগকে স্বাগত জানান। অভিযানে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সরকারি জমি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের সুবিধার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত