স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ
জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও স্বচ্ছ করতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় অনুষ্ঠিত হলো "ওপেন হাউজ-ডে ও সুধী সমাবেশ"।
সোমবার (৪ আগস্ট) কুলাউড়া থানা মিলনায়তনে এই ব্যতিক্রমী ও সুধী সমাবেশমুখর আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি বলেন,
"পুলিশ আর জনসাধারণ একে অপরের সহযোগী। আমরা চাই, কুলাউড়াকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলায় রূপান্তর করতে। জনগণ যত বেশি আমাদের পাশে দাঁড়াবে, আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা তত বেশি সফল হব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান। তিনি বলেন,
"সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। কুলাউড়া থানার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। তিনি বলেন,
"ওপেন হাউজ-ডে হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সাধারণ মানুষ সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করতে পারেন। এতে করে আমাদের কার্যক্রমে স্বচ্ছতা বাড়ে এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব হয়।"
সুধী সমাবেশে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ বিভিন্ন অভিযোগ, মতামত এবং পরামর্শ উপস্থাপন করেন, যেগুলোর প্রতি পুলিশ প্রশাসন মনোযোগ দিয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি প্রমাণ করে যে, পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক যত দৃঢ় হবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে এবং নিরাপদ সমাজ গড়ে উঠবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত