জুড়ী প্রতিনিধি || কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নাইট চৌমুহনীতে সদ্য উদ্বোধন হওয়া সিটি ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবার পরিবর্তে অতিরিক্ত টেস্ট ফি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। রোগীদের অভিযোগ—একই টেস্টের জন্য এখানে আদায় করা হচ্ছে তিনগুণ পর্যন্ত টাকা!
ভুক্তভোগী এক ব্যক্তি জানান, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে তিনি তাঁর মাকে নিয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতাল এ চিকিৎসা নিতে যান। ডাক্তার ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram) টেস্ট করার পরামর্শ দিলে, ইবনে সিনা ডিসকাউন্টসহ এর মূল্য ধরা হয় মাত্র ৮০০ টাকা। যদিও কোনো কারণে সেদিন টেস্টটি করা হয়নি এবং পরবর্তীতে টাকা রিফান্ড করে তিনি ফিরে আসেন।
কিন্তু ০১ আগস্ট ২০২৫ তারিখে জুড়ীর সিটি ডায়াগনস্টিক সেন্টারে একই টেস্ট করাতে গিয়ে দেখা যায়, তার বিল ধরা হয়েছে ২২০০ টাকা। বিলের রিসিটও রয়েছে তাঁর কাছে।
তিনি প্রশ্ন তুলেছেন—একই টেস্টের জন্য এত বিশাল মূল্যবিভেদ কীভাবে সম্ভব? যেখানে ২০০-৫০০ টাকার পার্থক্য কোনোভাবে মেনে নেওয়া যায়, সেখানে ১২০০ থেকে ১৪০০ টাকার ব্যবধান সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, "আমি না হয় এই বাড়তি টাকা দিয়ে দিলাম। কিন্তু একজন দিনমজুরের পক্ষে কি এটা সম্ভব? জুড়ীতে নতুন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে দেখে আমরা আশাবাদী ছিলাম, কম খরচে কাছাকাছি চিকিৎসা পাবো। কিন্তু যদি এসব সেবাকেন্দ্র শুধু মুনাফার চিন্তা করে চলে, তাহলে সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিতেও সময় নেবে না।"
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর কাছে আবেদন জানিয়েছেন—মানবিক বিবেচনায় মূল্য নির্ধারণ করে সেবাকে মানুষের নাগালে আনতে হবে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত