স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ:
বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জুলাইয়ের ১৩ তারিখে তেলিগুল গ্রামের শামীম আহমদ কাউছারের বসতবাড়িতে চোর চক্র ঢুকে প্রায় ৯ লাখ টাকার নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি করে যায়। দিনে শামীম থানায় মামলা করেন।
পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।
গত ৩ আগস্ট রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা থেকে শরীফ আহমেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগীসহ চুরির কথা স্বীকার করেছে। পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত