নিউজ ডেস্ক।। নিউজার্সি, যুক্তরাষ্ট্র |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি স্টেট (নর্থ), ইউএস শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিএনপি কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নিউজার্সি স্টেট (নর্থ) এর সভাপতি এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জুবায়ের আলী।
আলোচনায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা ও গণতন্ত্রকামী সচেতন নাগরিকবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন,
“জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের এই লড়াই প্রমাণ করে, বাংলাদেশ কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না।”
তাঁরা আরও বলেন,
“এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, এখনো ন্যায়বিচার, ভোটাধিকার ও মুক্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে। দেশ ও প্রবাসের প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত