আহমেদ জুনেদ ফারহান, ফ্রান্স।। কুলাউড়ার দর্পণ
৩ অগাস্ট রোজ রবিবার দুপুর ১২ ঘটিকা হইতে দিনব্যাপী “কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন” ফ্রান্স এর উদ্যোগে প্যারিসের অদূরে লাকর্নোভ পার্কে এক বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।
প্রায় ৩ শতাধিক কুলাউড়া উপজেলাবাসীর উপস্থিতিতে নারী-পুরুষ, শিশু-কিশোরদের সহ প্রায় ৬০টি পরিবার অংশগ্রহণ করেন এই বনভোজন ও মিলনমেলায়।
স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আনন্দ আর বিনোদনের মুখরিত হয় প্যরিসের ঐতিহ্যবাহী লা-কর্নোভ পার্ক — এটি যেন রূপান্তরিত হয় প্যারিসের বুকে এক খণ্ড কুলাউড়ায়।
ফ্রান্সের বিভিন্ন স্থানে বসবাসরত কুলাউড়া উপজেলাবাসী শেকড়ের টানে ছুটে আসেন এই মিলনমেলায়।
প্রথমে সবাই একে অন্যের সাথে কৌশল বিনিময় করেন এবং খোঁজ-খবর নেন। ভালোবাসা আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয় এই বনভোজন ও মিলনমেলা।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই আনন্দ-অনুষ্ঠান সন্ধ্যা ৮টায় শেষ হয়। বিভিন্ন রকম আনন্দ ও বিনোদনমূলক আয়োজনে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত।
কুলাউড়া উপজেলা বাসীর পরিবার ছাড়াও কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের পরিবার-পরিজন, শিশু-কিশোর এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ: কুলাউড়া উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি মোহাম্মাদ আলী সিদ্দিকী মতিন এর সভাপতিত্বে এবং খাঁন জিলু’র সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সাব্বির আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান কুটি, মিজানুর রহমান, আব্দুল হামিদ, সামসুজ্জামান (জালাল), রাজনুল আমিন, খায়রুল আমীন খসরু, আনোয়ার হোসেন, আব্দুল কাদির, খলিলুর রহমান, হাবিবুর রহমান, সুমন বক্স, আব্দুল কাইয়ুম প্রমুখ।
আমন্ত্রিত অতিথি ছিলেন: কমিউনিটি নেতা এম. এ. বার তাহের, আব্দুল মানিক ও সালেহ উদ্দিন আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন: এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম, সাংবাদিক লুৎফর রহমান বাবু, সাংবাদিক আবুল কালাম মামুন, কামাল হোসেন, সাংবাদিক এমসি রুমেল প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন: জুনেদ ফারহান, তৌফিক আবির, একে এম শাহ খয়রুল, কামরুল হাসান ইমন, সৈয়দ কালাম, তাজুল ইসলাম খান।
যুগ্ম-সমন্বয়কারী: মুরাদ আহমেদ, মোঃ দুলাল হোসাইন, ফুয়াদ হাসান মিটু, জুনেদ খান।
বনভোজনের আহ্বায়ক:মোঃ আলাল খান। যুগ্ম আহ্বায়ক: সামাদ খান রাজু, আব্দুর রহমান রাজু, এনামুল হক, মোঃ আলী চৌধুরী নাজির, জায়েদ মাহমুদ, আব্দুস সামাদ, জাহেদুল ইসলাম জুনেদ, আব্দুল ওদুদ মোহন, রুহিনুল ইসলাম, আল-আমিন আহমেদ।
ক্রীড়া প্রতিযোগিতা: পুরুষদের জন্য ফুটবল খেলা ও হা-ডু-ডু, মহিলাদের জন্য বালিশ খেলা ও চেয়ার প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লং দৌড় এবং ছোট্ট মণিদের জন্যও লং দৌড় ইত্যাদি।ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন: খায়রুল আমীন খসরু, জুনেদ ফারহান ও আলাল খান।
উপস্থিত ছিলেন অন্যন্য ব্যক্তিবর্গ: আব্দুল করিম খোকন, জসিম মিয়া, হাফিজুর রহমান মুকিম, সাইদুর রহমান শাহিন, জুনেদ আহমেদ চৌধুরী, আব্দুল মতিন, লতিফ আলী শাহ, এনামুল ইসলাম লিমন, পবন খান, খায়রুল ইসলাম, রুহুল আমিন রুমেল, শাওন আহমেদ, জামিল আহমেদ, আহমেদ শাহিন, সাইদুর রহমান, মাহি খান, আশরাফুর ইসলাম, আমিনুল ইসলাম শাহিন, জামাল আহমেদ টিপু, আব্দুর রহিম, রাহাত আহমেদ, কাউছার আহমেদ, জুবেল আহমদ ইনু প্রমুখ।
র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ: উৎসবের এক বিশেষ আকর্ষণ ছিল ১০টি আকর্ষণীয় পুরস্কারসহ র্যাফেল ড্র, যাতে সবাই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশেষ সম্মাননা প্রদান: অনুষ্ঠান সফল করতে বিশেষ অবদান রাখার জন্য সংগঠনের প্রত্যেক সদস্যকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। বনভোজনে অংশগ্রহণকারী প্রত্যেক পরিবারকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত প্রতিটি শিশু-কিশোরের হাতেও বিভিন্ন খেলাধুলার উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত