স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল থানা এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন:
মিন্টু নায়েক ওরফে কৃষ্ণ, পিতা: মানিক নায়েক, ঠিকানা: খাইছড়া চা বাগান, ১২নং লাইন, শ্রীমঙ্গল।
কিশোর হাজরা, পিতা: ধারু হাজরা, ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।
বিকাশ হাজরা, পিতা: সুধাম হাজরা, ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।
জানা গেছে, ২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় এক বিশেষ অভিযানে বিদেশি মদসহ এই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।
পরবর্তীতে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত