স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৯ আগস্ট শনিবার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত কাউন্সিলে ৯টি ওয়ার্ডের ৪১৯ জন ভোটার তাদের গোপন ভোট প্রদান করে নতুন সভাপতি, সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি পদে হাজী মো: আপ্তাব মিয়া (২২৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আহমেদ পেয়েছেন (১৯২) ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ লুৎফর রহমান (১৯৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার ওপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী যথাক্রমে মাহমুদ খাঁন আকতার (১১৫) ভোট ও রাসেল আহমেদ (১০২) ভোট পেয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে কাজী গোলাম মোস্তফা চৌধুরী সোহেল (২৪২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মোঃ দেলোয়ারুস শাহাদাৎ রিয়াজ পেয়েছেন (১৭৪) ভোট।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত