ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শহরের শমসেরনগর রোডের সিএনজি স্ট্যান্ড এলাকায় এফ রহমান ট্রেডিংয়ে (সদাইপাতি) স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী কুলাউড়ার সন্তান শাহ ফয়জুর রহমান রুবেল হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
(১১ আগস্ট) সোমবার বিকেলে স্টেশন চৌমুহনী চত্ত্বরে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ), সর্বস্তরের ব্যবসায়ী ও জনতার আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাছান খালিকের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি মুক্তাদির হোসেন, টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী আব্দুল মুক্তাদির জায়েদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মৌলভীবাজার জেলার সদস্য লিংকন তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ রহমান, কুলাউড়া এনসিপি নেতা ইব্রাহিম মাহমুদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ দাস, আব্দুল হান্নান, জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, মোঃ নাজমুল ইসলাম, ট্রেজারার আব্দুস শাকুর, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ব্যবসায়ী জাহের আলম চৌধুরী, সুরমান বখস, নাইম আল মামুন, বাংলাদেশ জাসদের কুলাউড়া পৌর শাখার সভাপতি নিয়ামত খান, সাধারণ সম্পাদক জহিরুর ইসলাম কর্ন, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া, কাদিপুর পেকুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম নোবেল, কাদিপুর বিএনপির নেতা ছালেক আহমদ, পরিবহন ইউনিয়নের শ্রমিক নেতা আব্দুল জব্বার বাবলু, ব্যবসায়ী ফয়জুর রহমান, ইমরান আহমদ, রাসেল আহমদ, ব্যবসায়ী রিয়াজ আহমদ, আব্দুল মোহিত, আব্দুল লতিফ কালা, বাংলাদেশ জাসদের সোহাগ মিয়া, ছমির মিয়া, সন্তুস রায়, শাহ আলী, কাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুর রহমান, ব্যবসায়ী খালিক মিয়া সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আজ চারদিন অতিক্রান্ত হওয়ার পরও এখনও কোন আসামী গ্রেফতার হয় নাই। ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুলাউড়া বাজারের মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা উদ্ধার, রিয়াজ মোবাইলের চুরি যাওয়া মোবাইল উদ্ধার সহ কুলাউড়া বাজারে সংঘটিত চুরি, ছিনতাইয়ের কোন ঘটনাই সুরাহা হচ্ছে না। কিছু আসামী গ্রেফতার হলেও মালামাল উদ্ধার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে হতাশা বিরাজ করছে। এমতাবস্থায় অবিলম্বে শাহ ফয়জুর রহমানের রুবেলের হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং কুলাউড়া বাজারের সংঘটিত ঘটনা সমূহের সুরাহা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
উল্লেখ্য গত ০৭ আগস্ট বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের উপর্যুপরি চাকুর আঘাতে নিহত হন ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল (৫৪)।
রুবেলের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি শহরের শ্যামলী রোডে নিজস্ব বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। রুবেল দীর্ঘদিন থেকে শহরের কুসুমবাগ, চৌমুহনা ও শমশেরনগর রোড এলাকায় হার্ডওয়্যার, কাপড় ও মুদি ব্যবসা করে আসছেন।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত