স্টাফ রিপোর্টার।
কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গেজেটভুক্ত ২৮ জন আহত জুলাই যোদ্ধার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, এনসিপি নেতা নাহিদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বদরুল হোসেন রানা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া সংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জামিল আহমেদ। পরে ইউএনও মহিউদ্দিনসহ অতিথিরা আহত জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিলো পতাকা, ক্যালেন্ডার, গেঞ্জি, টুপি, ঘড়ি, ক্রেস্ট, ব্যাজ, উত্তরীয়, শ্রদ্ধা কার্ড ও পাটের ব্যাগ।
২৮ জনের মধ্যে উপস্থিত হয়ে ২৬ জন যোদ্ধা উপহার গ্রহণ করেন। তারা হলেন- মো. রাদিউজ্জামান নাহিদ, শাহ আব্দুল্লাহ আমীম মাশরাফি, মো. নিজাম উদ্দিন, মো. আরমান নিয়া, নাহিদুর রহমান, মো. জাহিদুল ইসলাম ফেরদৌস, ফয়সাল আহমদ রনি, হোসনারা আক্তার, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, আতিফুর রহমান তারেক, জামিল আহমদ, আবু বক্কর মো. সিপন, রুহুল আমিন, ফয়ছল আহমদ, হাসান আল বান্না রাহি, মিনহাজুর রহমান লিমন, রায়হান মিয়া, ফুয়াদ হোসেন নওশাদ, মো. নুরুল শুভ, মো. শাহরিয়ার মো. জামিল, দেলওয়ার আহমদ সেলিম, শেখ মো. বদরুল ইসলাম রানা, আইরিন আক্তার জুলি, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম ও মো. আজমল আলী।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত