স্টাফ রিপোর্টার।
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আল আমিন সুমন(৩৮) নামে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে তার কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ, ইলেকট্রিক শক মেশিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) সকালে শ্রীমঙ্গল থানার এসআই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিন্দুরখান রোড এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিন্দুরখাঁন রোডস্থ ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদ্রাসার সামনে খাসগাঁও লিংক রোডের সংযোগস্থল থেকে আল আমিন ওরফে সুমনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিনের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি কালো রঙের ইলেকট্রিক শক মেশিন (মানুষকে আঘাত করার কাজে ব্যবহার করা হয়) এবং তার পরনের মোজার ভেতর থেকে নগদ ১৫,০০০ টাকা জব্দ করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি GIXXER মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, আল আমিন ওরফে সুমনের বিরুদ্ধে ৮টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি ছিল, এছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদক, অস্ত্র আইনসহ আরও ৬টি মামলার তথ্য পাওয়া গিয়েছে। আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত