জেলা প্রতিনিধি।
মৌলভীবাজারের রাজনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় আয়োজিত কর্মী সভাটি পণ্ড করে দিয়েছে অপর একটি পক্ষ। এসময় তারা আয়োজিত অনুষ্ঠানের অনুষ্ঠানস্থল এম সাইফুর রহমান অডিটরিয়ামে তালা দিয়ে এর সামনে বিভিন্ন শ্লোগান দেন। দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. জাহেদুল কবির জাহিদের উপস্থিতিতে সভা করার কথা থাকলেও ওই পক্ষ অডিটরিয়ামে তালা ঝুলিয়ে দেয়। এদিকে উত্তেজনা মোকাবেলায় শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকেই অডিটরিয়ামের আশেপাশে বেশ কিছু পুলিশ মোতায়েন রয়েছে। মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
জানা যায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্টি রাজনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ২০২১ সালে গঠন করা হয়। এতে সুলতান আহমদ সুনু আহ্বায়ক ও সুমন দেব সদস্য সচিব ছিলেন। গত ৯ আগস্ট মৌলভীবাজার জেলা আহ্বায়ক আহমেদ আহাদ স্বাক্ষরিত এক পত্রে রাজনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেয়া হয়। দীর্ঘদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহন না করে নিষ্ক্রিয় থাকায় দল ক্ষতি গ্রস্থ হচ্ছে- অভিযোগে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। এদিকে শুক্রবার সকালে জেলা আহ্বায়ক কমিটির নির্দেশে যুগ্ন আহ্বায়ক কাউসার আহমদসহ অন্যান্য সদস্যদের আহ্বানে কর্মীসভার ডাক দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. জাহেদুল কবির জাহিদ। কিন্তু এই কর্মীসভার স্থল বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন সুলতান আহমদ সুনু। কর্মীসভা শুরুর আগেই শুক্রবার সকালে অব্যাহতি পাওয়া আহ্বায়ক সুলতান আহমদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী অনুষ্ঠান স্থলে তালা ঝুলিয়ে দেন এবং অডিটরিয়ামের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। দলের দুর্দিনের নেতাকর্মী ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ককে দাওয়াত না দেয়ায় কর্মীসভায় বাধা দিয়েছেন বলে জানিয়েছেন বাধা দেয়া নেতাকর্মীরা।
রাজনগর স্বেচ্চা সেবক দলের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক সুলতান আহমদ সুনু বলেন, ‘আমি কোনো অব্যাহতিপত্র পাইনি। শুনেছি ফেসবুকে মানুষ দেখেছে। সম্পূর্ণ নিয়ম
বহির্ভূত ভাবে এ চিটি লেখা হয়েছে। আমরা এমপি এম নাসের রহমানের রোক বিধায় আমাদের অন্যায় ভাবে অব্যাহতি দেয়া হয়েছে। এটা আমরা মানি না।’
স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কাউসার আহমদ তালুকতার বলেন, ‘সবাইকে নিয়ে কর্মীসভা করতে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকে যারা বাধা দিচ্ছেন তাদেরকে নিয়ে আলোচনা করেই আজকের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে তারা আজকে এসে বাধা দিচ্ছেন। আমরা সংঘাত চাই না। আহ্বায়ককে জেলা থেকে অব্যাহতি দেয়া হলেও কর্মীসভা আয়োজনের আগে প্রস্তুতি সভায় আসতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তবে কল রিসিভ করেন নি।’
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোবারক হোসেন খান বলেন, ‘এক পক্ষের ডাকা কর্মীসভায় অন্য পক্ষ বাধা দিয়েছিল। পরে উভয়পক্ষ কথা বলেছে। তারা গোবিন্দবাটিতে কর্মীসভা করবে বলে চলে গেছে। তেমন কিছু হয়নি। পরিস্থিতি শান্ত আছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত