স্টাফ রিপোর্টার।
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বিজিবি। শুক্রবার গুয়াবাড়ি ও লালাখাল এলাকা থেকে এই পশুগুলো আটক করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার গুয়াবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৩টি গরু ও ১টি মহিষ আটক করা হয়। আটক গরু ও মহিষের মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। এদিকে, লালাখাল ও জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩টি গরু ও ১টি মহিষ আটক করে। আটক ৪টি পশুর বাজার মূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। আটককৃত পশুর মোট বাজার মূল্য প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন চোরাকারবার প্রতিরোধ ও সীমান্ত রক্ষায় বিজিবি সদা সতর্ক রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় পশুগুলো আটক করা হয়েছে।
সম্পাদক: ময়নুল হক পবন, প্রকাশক: রিয়াজুল হক রেজা, ব্যবস্থাপনা সম্পাদক : মোহাম্মদ জয়নুল হক.
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়,কামাল প্লাজা (১ম তলা), কুলাউড়া, মৌলভীবাজার,ফোন: ০১৭১১-৯৮৩২৬৯
ঠিকানা: 𝐃𝐮𝐛𝐚𝐢 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 𝐩𝐚𝐫𝐤 𝐃𝐈𝐏, 𝐀𝐥 𝐁𝐚𝐲𝐚𝐧 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝟐𝟎𝟏𝟏, 𝐏.𝐎 𝟏𝟎𝟎𝟏𝟐𝟏- 𝐃𝐮𝐛𝐚𝐢. সংবাদ, ছবি ও বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা: Email: kulauradorpon@gmail.com ওয়েবসাইট: www.kulaurardarpan.com,
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত